‘সবাই ভালো থাকিস, এই দায়ভার কারও না’
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহরিয়ার অনিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। তবে এ মৃত্যুর জন্য তিনি দায়ী করেননি।
শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লা শহরের টমছমব্রিজ এলাকায় নিজ বাসায় গলায় ফাঁস দেওয়া অবস্থায় মরদেহটি পাওয়া যায়।
এদিকে, এ ঘটনার আগে দুপুরে অনিক তার ফেসবুক স্টোরিতে একটি পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, ‘ভালো থাকিস সবাই। এই দায়ভার কারও না। একান্তই আমার।’ এ নিয়ে সহপাঠীদের মধ্যে আলোচনা-সমালোচনা চলছে।
আরও পড়ুন: নিজ বাসা থেকে কুবি ছাত্র অনিকের লাশ উদ্ধার
অনিকের বন্ধু সাঈদ আনাস বলেন, অনিক তার মা ও নানির সঙ্গে বসবাস করতেন। বিকেলে নিজ কক্ষে গলায় ফাঁস দেন তিনি। টের পেয়ে পরিবারের সদস্যরা তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. শেখ মকছেদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার বিকেল অনিকা মারা গেছেন বলে নিশ্চিত করেছেন কুমিল্লা মেডিকেল কলেজের চিকিৎসক। তার বাসা কুমিল্লা জেলা শহরের পুলিশলাইন এলাকায়।
শেখ মকছেদুর রহমান আরও বলেন, তার নিজ বাসাতেই ঘটনাটি ঘটেছে। বিষয়টি আমাদের জন্য খুবই মর্মান্তিক। এই ধরনের বিষয় আমাদের কাম্য নয়।