প্রথমবারের মত ইবির হাদিস বিভাগের পুনর্মিলনী ২৩ সেপ্টেম্বর

ইসলামী বিশ্ববিদ্যালয়
ইসলামী বিশ্ববিদ্যালয়  © ফাইল ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের পুনর্মিলনী আগামী ২৩ সেপ্টেম্বর প্রথমবারের মত সাবেক শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হবে। এতে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।

সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা জানান পুনর্মিলনী আহ্বায়ক কমিটি। এ সময় বিভাগের সভাপতি ও পুনর্মিলনী কমিটির আহবায়ক অধ্যাপক ড. সৈয়দ মাকসুদুর রহমানের সভাপতিত্বে পুনর্মিলনী অনুষ্ঠানের সদস্য সচিব অধ্যাপক ড. আ হ ম নুরুল ইসলাম, পুনর্মিলনী সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান সহ অনেকে উপস্থিত ছিলেন।

জানা যায়, এই আয়োজনে বিভাগটির সাবেক ও বর্তমান প্রায় সাত শতাধিক শিক্ষার্থী অংশ নেবেন। আগামী ২২ সেপ্টেম্বর বিকেলে পূনর্মিলনী উপলক্ষে ডেলিগেট কার্ড ও গিফট বিতরণ অনুষ্ঠিত হবে। পরে ২৩ মার্চ দিনব্যাপী বিভিন্ন আয়োজনে বিভাগটির অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠিত হবে।  

আরও পড়ুন: হল থেকে পড়ে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

আয়োজক কমিটি মতবিনিময় সভায় জানান, বিভাগটিতে প্রথমবারের মতো অ্যালামনাইদের নিয়ে এক জমকালো আয়োজন হতে যাচ্ছে। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়াসহ  আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন। এসময় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে দিনব্যাপী আলোচনা সভা, শিক্ষার্থীদের স্মৃতিচারণ, নাটিকা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা আয়োজন করা হবে। 

এ সময় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ইবি প্রেসক্লাবের সহ সভাপতি রুমি নোমান (জাগো নিউজ), যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম রায়হান (ভোরের কাগজ), দপ্তর সম্পাদক মুনজুরুল ইসলাম নাহিদ (কালের কন্ঠ) ও প্রচার, প্রকাশনা ও সাহিত্য সম্পাদক রাকিব হোসেন রেদওয়ান (বাংলাদেশ প্রতিদিন)। এছাড়াও সাংবাদিক সমিতির দপ্তর সম্পাদক তাজমুল জায়িম (নয়া দিগন্ত) ও প্রচার সম্পাদক মুতাছিম বিল্লাহ রিয়াদ (মানবজমিন) উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বিভাগের অধ্যাপক ড. আ হ ম নুরুল ইসলামের জানান, ১৯৭৯ সালে কুষ্টিয়ায় ইসলামি শিক্ষার প্রসারের জন্য ধর্মতত্ত্ব অনুষদ সৃষ্টি করে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাব করা হয়। ১৯৮৬ সালে গাজীপুরের বোর্ড বাজারে বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক কার্যক্রম চালু হয়, প্রতিষ্ঠার শুরু ১৯৮৫-৮৬ সেশনে অনুষদে আল কুরআন ওয়া উলুমুল কুরআন এবং উলুমুত তাওহিদ ওয়াদ দা’ওয়াহ নামে দুটি বিভাগ চালু করা হয়। বিভাগ দুইটিতে ১৫০ জন ছাত্র ভর্তি হয়। পরবর্তীতে ১৯৯২ সালে আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ নামের এই বিভাগটি চালু করা হয়।

তিনি বলেন, ১৯৯০ সালের ২৪ ফেব্রুয়ারি এক আদেশে বিশ্ববিদ্যালয় গাজীপুর থেকে পুনরায় কুষ্টিয়ায় স্থানান্তরিত করা হয়। ১৯৯২ সাল পর্যন্ত কুষ্টিয়া শহরের পি.টি.আই ভবনে এই অনুষদের কার্যক্রম চলতে থাকে। অবশেষে ১ নভেম্বর ১৯৯২ সালে বর্তমান ইসলামী বিশ্ববিদ্যালয় মূল ক্যাম্পাস শান্তিডাঙ্গা-দুলালপুরে স্থানান্তর করা হয়।


সর্বশেষ সংবাদ