বিশ্ববিদ্যালয়ের বাইরে শুদ্ধাচার কর্মশালার নামে ডিনার পার্টির আয়োজন 

ইসলামী বিশ্ববিদ্যালয়
ইসলামী বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বাইরে  `শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন বিষয়ক কর্মশালা-২০২৩' এর নামে ডিনার পার্টির আয়োজনের অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে। ক্যাম্পাসের বাইরে এমন আয়োজনে শিক্ষকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। 

এ পার্টিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদীয় ডিন, হলের প্রাধ্যক্ষ, বিভাগীয় সভাপতিসহ বিভিন্ন অফিস প্রধানরা উপস্থিত থাকবেন। 

সোমবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় কুষ্টিয়ার দিশা টাওয়ারে এই আয়োজন অনুষ্ঠিত হবে বলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞাপ্তিতে জানানো হয়।

বিশ্ববিদ্যালয়ের একজন সিনিয়র অধ্যাপক বলেন, এর আগে ক্যাম্পাসের বাইরে এমন আয়োজন হয়নি। শুদ্ধাচার কৌশলের নামে ডিনার পার্টি করে অর্থ অপচয় করা হচ্ছে।

কর্মকর্তা সমিতির সভাপতি এটিএম এমদাদুল আলম বলেন, যারা শুদ্ধাচার কর্মশালা করে তারা অশুদ্ধ কাজও করে। তাহলে শুদ্ধাচার করে লাভ কী?

এ বিষয়ে ভারপ্রাপ্ত রেজিস্ট্রারএইচ এম আলী হাসান বলেন, এপিএ মূল্যায়নে বিশ্ববিদ্যালয়ের বড় একটা অর্জন হয়েছে। বিভিন্ন অফিস প্রধানরা এর পেছনে কাজ করেছে। তাই কর্মশালার সঙ্গে ডিনারের আয়োজন করা হয়েছে।

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি থাকবেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম, বিশেষ অতিথি থাকবেন কোষ্যাধ্যক্ষ ড. আলমগীর হোসেন ভূঁইয়া। স্বাগত বক্তব্য রাখবেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ. এম. আলী হাসান। প্রশিক্ষণ কর্মশালার সভাপতিত্ব করবেন উপ-উপাচার্য এবং এপিএ টিমের আহ্বায়ক অধ্যাপক ড. মাহবুবুর রহমান। তিনি অনুষ্ঠানে রিসোর্স পার্সন হিসেবে থাকবেন। 

অনুষ্ঠান উপলক্ষে শিক্ষক-কর্মকর্তাদের জন্য বিশেষভাবে ঝিনাইদহ থেকে বিকাল ৫টায় এবং ক্যাম্পাস থেকে ৫টা ৪০ মিনিটে পরিবহন কুষ্টিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে। বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) এর স্কোরে সাফল্য পাওয়ায় এই আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এ আয়োজনের বিষয়ে কয়েকজন অফিস  প্রধানের সঙ্গে কথা বললেও তারা কর্মশালার চিঠিতে উল্লেখিত তথ্যের বাইরে কিছু জানাতে পারেননি। তবে অনেকের মনে করছেন ক্যাম্পাসে চলমান কর্মকর্তাদের আন্দোলনের কারণে কুষ্টিয়ায় এটির আয়োজন করা হয়েছে।

 


সর্বশেষ সংবাদ