‘পরিসংখ্যানের প্রয়োগ ও ব্যবহার দিনদিন বৃদ্ধি পাচ্ছে’
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যান বিভাগের আয়োজনে 'টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে পরিসংখ্যানের অবদান' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেখানে ডীন অধ্যাপক ড. উজ্জ্বল কুমার প্রধান বলেন, বিভিন্ন ক্ষেত্রে পরিসংখ্যানের প্রয়োগ ও ব্যবহারও দিনদিন বৃদ্ধি পাচ্ছে।
রোববার (১০ সেপ্টেম্বর) পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান আব্দুল মুয়ীদের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. উজ্জ্বল কুমার প্রধান।
সেমিনারে মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত পরিসংখ্যান ও তথ্য বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সৈয়দ শাহাদাত হোসাইন। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে পরিসংখ্যানের নানাবিধ ব্যবহার ও গুরুত্ব তুলে ধরেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে ডিন অধ্যাপক ড. উজ্জ্বল কুমার প্রধান বলেন, বর্তমান সরকারের স্মার্ট বাংলাদেশ ঘোষণার পর থেকে পরিসংখ্যানের শিক্ষার্থীদের কর্মক্ষেত্র বিস্তৃত হয়েছে, কাজ করার সুযোগ বেড়েছে। তাই এবিষয়ে পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের গবেষণায় মনোযোগ বাড়ানোর আহবানও জানান তিনি।