মাইগ্রেশন চালুর দাবিতে বেরোবি উপাচার্য বরাবর স্মারকলিপি
গুচ্ছ অধিভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের শূণ্য আসনের বিপরীতে মেরিটলিস্ট ও মাইগ্রেশন চালুর দাবিতে বেগম রোকেয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাসিবুর রশীদ বরাবর স্মারকলিপি দিয়েছে গুচ্ছ অধিভুক্ত বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তিচ্ছুরা।
রবিবার (১০ সেপ্টেম্বর) বিকালে বেরোবি উপাচার্য দপ্তরে স্মারকলিপি জমাদেন ভর্তিচ্ছুরা। উপাচার্যের একান্ত সচিব খায়রুল ইসলাম স্মারকলিপিটি গ্রহণ করেন। তিনি স্মারকলিপি গ্রহণের বিষয়টি নিশ্চিত করে বলেন যথাস্থানে স্মারকলিপি টি পৌছে দেয়া হবে।
ভর্তিচ্ছুরা স্মারকলিপিতে উল্লেখ করেন, গুচ্ছ অধিভুক্ত বিশ্ববিদ্যালয় সমূহে ভর্তিতে ২০২২-২৩ শিক্ষাবর্ষে কয়েকটি মেরিটলিস্ট ও মাইগ্রেশন প্রকাশের পর অনেকগুলো আসন শূণ্য হয়েছে। এরমধ্যে বিশ্ববিদ্যালয় সমূহে ক্লাস ও শুরু হয়ে গেছে। এখন দ্রুত মেরিট লিস্ট ও মাইগ্রেশন প্রকাশ করা না হলে আমরা বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাব। তাই অতিদ্রুত মেরিটলিস্ট ও মাইগ্রেশন প্রকাশ করা প্রয়োজন।
গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু ঊর্মিলা আক্তার বলেন, আমি বরিশাল বিশ্ববিদ্যালয়ে একটি বিষয়ে ভর্তি আছি। আমার বিশ্বাস পরবর্তী মেরিটলিস্ট ও মাইগ্রেশন প্রকাশ করা হলে আমি ভালো বিষয় পাবো। তাই শূণ্য আসনের বিপরীতে দ্রুত মেরিটলিস্ট ও মাইগ্রেশন প্রকাশ করা জরুরি। বরিশাল বিশ্ববিদ্যালয়ে আমাদের ক্লাস শুরু হয়েছে। আমার বিশ্বাস মাইগ্রেশন প্রকাশ হলে অন্য একটি বিশ্ববিদ্যালয় ও ভালো বিষয় পাবো। এসব নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুক্তেছি