নবীন শিক্ষার্থীদের বরণ করতে রঙিন সাজে বরিশাল বিশ্ববিদ্যালয়
বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ১২তম ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন আগামীকাল রবিবার (৩ সেপ্টেম্বর)। নবীন অনুজদের বরণ করতে নানা আয়োজন করছে বিশ্ববিদ্যালয়ের ১১ তম ব্যাচ। স্ব-উদ্যোগে, আপণ মনে রং তুলিতে রঙিন করছে বিশ্ববিদ্যালয়ের বিভাগগুলোর সামনের করিডোর, ক্লাসরুমসহ ক্যাম্পাসের বিভিন্ন জায়গা। বেলুন, পোড়ামাটির শিল্পকর্ম, রঙিন পোস্টার দিয়ে সাজানোসহ নানা কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছে এই নব্য সিনিয়ররা। নবীনদের পদচারণায় ক্যাম্পাসে যেন এক মহা উৎসব হতে যাচ্ছে!
১১ তম ব্যাচের এই ক্যাম্পাস নবরূপে সাজানোর উদ্যোগকে স্বাগত জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা। তারাও বিভিন্নভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। রং তুলির কাজকে সুন্দর করতে সরাসরি সহযোগিতা করছে ববিচাষ, বিউ ম্যাডোনা আর্টসহ বিভিন্ন সংগঠন।
বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষের (১১তম ব্যাচ) শিক্ষার্থীরা বলেন, আমাদের বরণ করে নিতে আমাদের সিনিয়রাও ক্যাম্পাস সাজিয়েছিলেন। ফুল দিয়ে বরণ করেছিলেন, মিষ্টিমুখ করিয়েছিলেন এবং উপহার দিয়েছিলেন। আমরা আমাদের জায়গা থেকে আরও একটু ভালো করে আয়োজন করার চেষ্টা করেছি। আমরা চাইব এরই ধারাবাহিকতায় আমাদের পরবর্তী ব্যাচ আরও ভালো করে ওরিয়েন্টেশনের আয়োজন করবে।