০২ সেপ্টেম্বর ২০২৩, ১৯:০২
সাত কলেজের অনার্স প্রথম বর্ষের ফরম পূরণ কাল থেকে
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের ২০২১ সনের অনার্স প্রথম বর্ষ (পুরোনো সিলেবাস) পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। সাত কলেজসংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০১৪-১৫, ২০১৫-১৬ ও ২০১৬-১৭ শিক্ষাবর্ষের গ্রেড উন্নয়ন এবং ২০০৯-১০, ২০১০-১১, ২০১১-১২, ২০১২-১৩ ও ২০১৩-১৪ শিক্ষাবর্ষের বিশেষ গ্রেড উন্নয়ন (যদি আলোচ্য পরীক্ষায় উল্লিখিত শিক্ষাবর্ষে এফ গ্রেড অথবা অনুপস্থিত থাকে) পরীক্ষার অনলাইনে আবেদন ফরম পূরণ ৩ সেপ্টেম্বর থেকে শুরু হবে। চলবে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত। পরীক্ষার বিস্তারিত সময়সূচি পরে জানানো হবে।