ঢাকা কলেজের আগুন নিয়ন্ত্রণে
ঢাকা কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাত ১০:৫৫ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। এখন আগুন নিয়ন্ত্রেরে রয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া বিভাগের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, ঢাকা কলেজের মূল প্রশাসনিক ভবনের সংলগ্ন উদ্ভিদবিজ্ঞান বিভাগের দ্বিতীয় তলায় আগুন লেগেছে।
জানা গেছে, আগুন নিয়ন্ত্রণে আনতে ঢাকা কলেজের পুকুরে পানি ব্যবহারের জন্য পাম্প বসানো হয়।
ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। নিরাপত্তার স্বার্থে পুরো কলেজের বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হয়েছে। একই সাথে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত উদ্ভিদ বিজ্ঞাপন বিভাগের বিদ্যুৎ সঞ্চালনা বন্ধ রাখার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান এবং শিক্ষক মিলনায়তন থেকে রাত এগারোটার কাছাকাছি সময়ে ধোঁয়া বের হতে হওয়া দেখা যায়। তাৎক্ষণিকভাবে শিক্ষার্থী এবং কলেজের কর্মচারীরা বিষয়টি কলেজ প্রশাসনকে অবহিত করলে তারা ফায়ার সার্ভিসে খবর দেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ওয়্যার ইন্সপেক্টর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যার হাউজ ইন্সপেক্টর মো. আল মাসুদ বলেন, আমরা এখানে এসে দ্রুত আগুন নেভাতে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করি। রাত ১১ঃ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রনে আসে এবং সম্পূর্ণ ভাবে ১১ঃ৪০ মিনিটে আগুন নির্বাপন করতে সক্ষম হই। এই মুহূর্তে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।