ঢাকার ছাত্র সমাবেশে যোগ দিতে প্রস্তুত বেরোবি ছাত্রলীগ
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শাখা ছাত্রলীগ শুক্রবারের (১ সেপ্টেম্বর) ঢাকায় ছাত্র সমাবেশে যোগ দিতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। এর আগে নির্বাহী সভা, বর্ধিত সভা, কর্মী সভার আয়োজন করার মাধ্যমে নেতা কর্মীদের দিকনির্দেশনা মূলক নির্দেশনা দেওয়া হয়। ঢাকার ছাত্র সমাবেশে যোগ দিতে মুখিয়ে আছে নেতা-কর্মীরা।
জানা যায়, ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ যে সাতটি নির্দেশনা দিয়েছে প্রতিটি নির্দেশনা কড়াকড়ি ভাবে পালন করছে বেরোবি শাখা ছাত্রলীগ। এরই মধ্যে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা অনুযায়ী পোস্টার লাগানো, প্রস্তুতি বা বিশেষ বর্ধিত সভা দৃশ্যমান পদক্ষেপ নিতে দেখা যায়। এসব কারণে সমাবেশে যোগ দিতে আগ্রহী দেখা গেছে নেতাকর্মীদের মধ্যে।
খোঁজ নিয়ে জানা যায়, সমাবেশকে সামনে রেখে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে ছেলেদের ২টি হলে শাখা ছাত্রলীগের নির্বাহী পরিষদের নির্দেশ অনুযায়ী প্রস্তুতি সভার আয়োজন করে বেরোবি শাখা ছাত্রলীগ। ছাত্র সমাবেশকে সফল করতে নিজ উদ্যোগে সমাবেশে যোগ দিতে ইতোমধ্যেই বিশ্ববিদ্যালয়ের অনেক নেতাকর্মী ঢাকায় অবস্থান করতেছে। কেন্দ্রীয় সমাবেশে যোগ দিতে মুখিয়ে আছে অসংখ্য নেতা-কর্মীরা।
ছাত্রলীগ সূত্রে জানা যায়, শহীদ মুখতার ইলাহী হল, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এ ৩টি হলের শিক্ষার্থীরা বাসে করে উক্ত ছাত্র সমাবেশে যোগ দিবেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে অবস্থান করা ছাত্রলীগ কর্মী কামরুজ্জামান কামরুল বলেন, ছাত্র সমাবেশে যোগ দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে নতুন বার্তা নিয়ে আগামী জাতীয় নির্বাচনে ছাত্রলীগ অগ্রণী
ভূমিকা পালন করবে। আমরা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সদা জাগ্রত নতুন বার্তা নিয়ে কাজ করার জন্য।
সমাবেশকে সফল করতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সমন্বয়কের দায়িত্ব পালন করছেন কেন্দ্রীয় ছাত্রলীগের উপ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ ও উপ প্রচার সম্পাদক বি এম জবল ই রহমত অপু।
ছাত্র সমাবেশ সম্পর্কে জানতে চাইলে বেরোবি শাখা ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়া বলেন, আমরা ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। স্মরণকালের সর্ববৃহৎ ছাত্র সমাবেশের মাধ্যমে স্মার্ট বাংলাদেশে তারুণ্যের অগ্রযাত্রার অগ্রপথিক হয়ে থাকবে বাংলাদেশ ছাত্রলীগ। এই সমাবেশকে সফল করার জন্য বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত প্রতিফলন ঘটাবে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।
সমাবেশের প্রস্তুতির বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান শামীম বলেন, ১ তারিখের সমাবেশ সফল করতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। এই বার্তাটি সাধারণ শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিয়েছি। তারা আমাদের ডাকে সাড়া দিয়েছে। অনেক শিক্ষার্থীর ক্লাস পরীক্ষা থাকার জন্য তারা যেতে চাইলেও সম্ভব হচ্ছে না। এরপরও ক্যাম্পাস থেকে ৪শ থেকে ৫শত নেতা কর্মী ছাত্র সমাবেশে যোগ দিবে।
প্রসঙ্গত, শোকের মাস আগস্ট উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব স্মরণে ১ সেপ্টেম্বর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ‘স্মারণকালের সর্ববৃহৎ’ ছাত্রসমাবেশের আয়োজন করেছে ছাত্রলীগ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।