একদফা দাবি নিয়ে ফের নীলক্ষেতে সাত কলেজ শিক্ষার্থীরা
একদফা দাবি নিয়ে ফের নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়েছেন ঢাবি অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। সিজিপির শর্ত শিথিল করে পরবর্তী বর্ষে প্রমোশনের দাবি মেনে নেওয়া হয়নি বলে শিক্ষার্থীরা অভিযোগ তুলেছেন।
মঙ্গলবার (২২ আগস্ট) দুপুর ১২:৪০ মিনিটে মিরপুর রোডের নীলক্ষেত মোড় অবরোধ করেন তারা।
আন্দোলনে অংশ নিতে আসে শিক্ষার্থীরা জানান এক দফা এক দাবিতে আন্দোলনের জন্য নীলক্ষেত মোড়ে জড়ো হচ্ছেন তারা। দাবিটি হলো -
* সিজিপিএ সিস্টেম শিথিল করে, অকৃতকার্য বিষয়ে মানোন্নয়ন পরীক্ষার মাধ্যমে পরবর্তী বর্ষে প্রমোশন দিতে হবে।
এদিকে, গত রোববার (২০ আগস্ট) প্রেস ক্লাবের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের চলমান শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা সিজিপিএ শর্ত শিথিল করে পরবর্তী বর্ষে প্রমোশন দেওয়ার এক দফা দাবিতে গণঅনশন শুরু করেছেন। সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ কর্মসূচি শুরু হয়।
বিস্তারিত আসছে