২০ আগস্ট ২০২৩, ১৯:১৯
ইডেন কলেজের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে রেজিস্ট্রেশনের সময় বেড়েছে
রাজধানীর ইডেন কলেজের ১৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে অংশগ্রহণের রেজিস্ট্রেশনের সময় বাড়িয়ে আগামী ১০ সেপ্টেম্বের পর্যন্ত করা হয়েছে। রবিবার (২০ জুলাই) কলেজটির অধ্যক্ষ সুপ্রিয়া ভট্টাচার্যের স্বাক্ষর সম্বলিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে অংশগ্রহণে আগ্রহী শিক্ষার্থীরা অনলাইনে ওয়েবসাইট বা কলেজ অডিটোরিয়ামের করিডোরে স্থাপিত রেজিস্ট্রেশন বুথে এসে রেজিস্ট্রেশন করতে পারবেন।
প্রাচীন এই কলেজটি ১৮৭৩ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত। তৎকালীন বেঙ্গল প্রেসিডেন্সি বা বাংলা প্রদেশে উচ্চ শিক্ষার জন্য প্রথম মহিলা কলেজ। ১৯৬৩ সাল থেকে আজিমপুরের ইডেন কলেজ একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে ইডেন মহিলা কলেজ নামে পরিচালিত হয়।। এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি ৭ কলেজের একটি কলেজ।