০৭ আগস্ট ২০২৩, ১৪:২৭

বঙ্গবন্ধুর অপরাধ ছিল তিনি দেশ ও মানুষকে ভালোবাসতেন: কবি আসাদ মান্নান

  © টিডিসি ফটো

বাংলাদেশ টেলিভিশনের সাবেক মহাপরিচালক কবি আসাদ মান্নান বলেছেন, সাত কোটি মানুষের জীবন রক্ষার জন্য একজন মানুষ কত কষ্ট সংগ্রাম করেছে কিন্তু তারা বঙ্গবন্ধু কে নির্মম ভাবে হত্যা করেছে। তাঁর অপরাধ ছিল তিনি দেশকে ভালোবাসতো দেশের মানুষকে ভালোবাসতো। মানুষের জীবন হলো অন্যের জন্য উৎসর্গ করার জন্য।

সোমবার (৭ আগস্ট) তিতুমীর কলেজের আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষে শিক্ষা গ্রন্থপাঠ কার্যক্রমের উদ্ধোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পরে বঙ্গবন্ধু কে উৎসর্গ করে ভালোবাসার কবিতা শুনিয়ে তিনি তাঁর বক্তব্য শেষ করে বই বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি।

সরকারি তিতুমীর কলেজের অধ্যাক্ষ অধ্যাপক ফেরদৌস আরা বেগমের সভাপতেত্ব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিনাল মনসুর, অধ্যাপক মহিউদ্দিন, অধ্যাপক মালেকা আক্তার বানু ও অধ্যাপক আলেয়া আকতার।

এছাড়াও অনুষ্ঠানে কলেজের সকল বিভাগের বিভাগীয় প্রধানসহ সকল শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।