০৬ আগস্ট ২০২৩, ১৭:০৯

বিইউপির আইনে মাস্টার্সের আবেদন সময় বৃদ্ধি

বিইউপি  © সংগৃহীত

বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালে (বিইউপি) এলএলএম প্রফেশনাল প্রোগ্রামে সেপ্টেম্বর–ডিসেম্বর ২০২৩ সেশনে মাস্টার্সে ভর্তির আবেদন সময়সীমা ১ আগস্ট থেকে বাড়িয়ে ৮ আগস্ট করা হয়েছে। এক বছর মেয়াদি ৩৬৫ ক্রেডিটের এ কোর্সে আগ্রহীরা আবেদন করতে পারবেন অনলাইনে। আবেদন ফি ১০০০ টাকা। 

আবেদনের যোগ্যতা
১.এলএলবি ডিগ্রি থাকতে হবে।
২.এলএলবিতে ন্যূনতম সিজিপিএ ৩ থাকতে হবে। 
৩.এইচএসসি ও এসএসসি পরীক্ষায় আলদাভাবে জিপিএ–৩ বা তার বেশি থাকতে হবে।

ভর্তি পরীক্ষার নম্বর বণ্টন
১.পরীক্ষা (এমসিকিউ ৫০+লিখিত ২০): ৭০ নম্বর;
২.ভাইভা: ১০ নম্বর;
৩.এসএসসি/সমমানের ফল: ৫ নম্বর;
৪.এইচএসসি/সমমানের ফল: ৫ নম্বর;
৪.এলএলবি/সমমানের ফল: ১০ নম্বর।

আবেদন যেভাবে
অনলাইনে admission.bup.edu.bd লিংকে প্রবেশের মাধ্যমে আবেদন করতে পারবেন।

কোর্স পড়ার জন্য মোট খরচ হবে ১ লাখ ১৮ হাজার ৯৫০ টাকা। ভর্তিবিষয়ক বিস্তারিত তথ্য জানুন এখানে