কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের টানা আন্দোলনের ঘোষণা
উপাচার্যকে নিয়ে সংবাদ প্রকাশের জেরে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) থেকে বহিষ্কার হওয়া ইংরেজি বিভাগের শিক্ষার্থী ও দৈনিক যায়যায়দিনের কুবি প্রতিনিধি মোহাম্মদ ইকবাল মনোয়ারের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে বিশ্ববিদ্যালয়টিতে কর্মরত সাংবাদিকরা টানা আন্দোলনের ঘোষণা দিয়েছেন।
আজ শনিবার (৫ আগস্ট) কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (কুবিসাস) এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ইকবাল মনোয়ার বর্তমানে কুবিসাসের অর্থ সম্পাদকেরও দায়িত্ব পালন করছেন।
এক বিজ্ঞপ্তিতে কুবিসাসের পক্ষ থেকে বলা হয়, সংবাদ প্রকাশের জেরে গত ২ আগস্ট বিশ্ববিদ্যালয় থেকে ইকবালকে আইনবহির্ভূতভাবে সাময়িক বহিষ্কার করে কর্তৃপক্ষ। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে ও বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে পরদিনই মানববন্ধন করে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (কুবিসাস)। ইকবালের বহিষ্কারাদেশ প্রত্যাহারের জন্য মানববন্ধনে বেঁধে দেয়া সময়সীমার মধ্যে কর্তৃপক্ষ তাদের আইনবহির্ভূত সিদ্ধান্ত প্রত্যাহার করেনি।
ফলে আগামীকাল রোববার থেকে ক্যাম্পাসে লাগাতার অবস্থান কর্মসূচি/সমাবেশ/মৌন মিছিলের ঘোষণা দিচ্ছে কুবিসাস। আইনবহির্ভূত বহিষ্কারাদেশ প্রত্যাহার না করলে পরবর্তীতে সারাদেশের বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের নিয়ে কঠোরতর কর্মসূচির ডাক দেয়া হবে।