পোষ্য কোটায় শূন্য নম্বরে ভর্তি না করানোর দাবিতে মানববন্ধন
পোষ্য কোটায় নির্ধারিত নম্বরে ভর্তি এবং ই-ব্যাংকিং চালুসহ ৬ দফা দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। আজ শনিবার (৫ আগস্ট) সকাল ১১টায় প্রশাসন ভবনের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শিক্ষার্থীদের অন্যান্য দাবিগুলো হল- পোষ্য কোটায় শূন্য নম্বরে নয়- যোগ্যতায় ভর্তি করা, ই-ব্যাংকিং সেবা নিশ্চিত করা, ইন্টারনেট সেবা নিশ্চিত করা এবং বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত অনলাইন ক্লাসের জন্য ইন্টারনেট ব্যান্ডউইথ বাড়ানো, পরিবহন ভোগান্তি নিরসন ও ছুটির দিনে পর্যাপ্ত পরিবহন সেবা প্রদান, সার্টিফিকেট উত্তোলনে ভোগান্তি নিরসন ও কর্মকর্তাদের কর্মবিরতির নামে হয়রানি বন্ধ করা।
শিক্ষার্থীরা বলেন, কর্মকর্তাদের সন্তানদের অনুত্তীর্ণ ফলাফলের গ্লানি ক্লাসের ৭০ জনকে বইতে হয়। এতে ৪ মাসের সেমিস্টার ৯ মাস পর্যন্ত চলে যায়। প্রশাসনকে এ বিষয়ে যথাযথ সিদ্ধান্ত নিতে হবে। তাছাড়া আমাদের নিরবচ্ছিন্ন পরিবহন সেবা থাকে না। ৪৪ বছরে পদার্পণের পরেও ই-ব্যাংকিং সেবা শুরু করা হয়নি। শিক্ষার্থীরা অনলাইনে ফলাফল দেখতে পারছেন না। এদিকে এনালগ পদ্ধতিতে সার্টিফিকেট উত্তোলনে ভোগান্তিতে পড়তে হচ্ছে।
আরো পড়ুন: প্রশাসন-পুলিশে প্রথমসহ বিসিএসে ঢাবি শিক্ষার্থীদের ব্যাপক সাফল্য
মানববন্ধন পালন শেষে শিক্ষার্থীরা উপাচার্য অধ্যাপক শেখ আবদুস সালামের কার্যালয়ে এসব দাবি উত্থাপন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক আলমগীর হোসেন ভূইয়া, প্রক্টর অধ্যাপক শাহাদাৎ হোসেন আজাদ, শিক্ষক সমিতির সভাপতি জাহাঙ্গীর হোসেন ও সাধারণ সম্পাদক তপন কুমার জোদ্দার, পরিবহন প্রশাসক আনোয়ার হোসেন প্রমুখ।
শিক্ষার্থীদের এসব দাবির সঙ্গে একাত্মতা পোষণ করেছেন ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়। এ বিষয়ে উপাচার্য অধ্যাপক শেখ আবদুস সালাম জানান, সমস্যা সমাধানে কাজ করা হচ্ছে। শিক্ষার্থীরা অবশ্যই অগ্রাধিকার প্রাপ্য।