কুবি কর্মচারী পরিষদের নির্বাচন স্থগিত
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) তৃতীয় শ্রেণির কর্মচারী পরিষদ নির্বাচনে ৬ জন কর্মচারীকে প্রার্থী হতে না দেওয়ায় আদালতের স্থগিত আদেশের পর নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (২৮ জুলাই) তৃতীয় শ্রেণীর কর্মচারী পরিষদের নির্বাচন কমিশনার মো. আকতার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কুমিল্লা আদালত কর্তৃক নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে আগামী ৩০ জুলাইয়ে অনুষ্ঠেয় কুমিল্লা বিশ্ববিদ্যালয় কর্মচারী পরিষদ নির্বাচন-২০২৩ স্থগিত করা হলো। পরবর্তীতে আদালত কর্তৃক নির্দেশনা পেলে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে।
এদিকে গত ১৯ জুলাই এ নির্বাচনের জন্য চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। ভোটার তালিকায় মোহাম্মদ নাছির উদ্দিন, মো. জিয়াউর রহমান, এ. কে. এম কামরুল হাসান ও মো. আবদুল আউয়াল ভোট দিতে ও প্রার্থী হতে পারবেন না এবং মো. হাবিবুর রহমান ও মো. আব্দুল কাদের ভোট দিতে পারলেও প্রার্থী হতে পারবেন না বলে উল্লেখ করা হয়।
নির্বাচন কমিশনের এ সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে ভোটাধিকার ও প্রার্থিতা ফিরে পেতে আদালতে মামলা করেন ওই ছয় প্রার্থী। এ মামলার পূর্ণাঙ্গ শুনানি না হওয়া পর্যন্ত নির্বাচনের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা প্রদান করেন আদালত। মামলায় নির্বাচন কমিশনের পাঁচ সদস্য এবং কর্মচারী পরিষদের সভাপতি দীপক চন্দ্র মজুমদার ও সাধারণ সম্পাদক মো. মহসিনকে বিবাদী করা হয়।