জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজের অনুমোদন পেলো কোডার্সট্রাস্ট
তথ্যপ্রযুক্তিভিত্তিক ডিজিটাল কর্মশক্তি বৃদ্ধিতে দীর্ঘ দিন ধরে কাজ করে আসছে কোডার্সট্রাস্ট। প্রতিষ্ঠানটি এবার বাংলাদেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ হিসেবে অনুমোদন পেয়েছে। বৃহস্পতিবার (২৭ জুলাই) কোডার্সট্রাস্ট থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিয়মিত দক্ষতাভিত্তিক তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণের পাশাপাশি কোডার্সট্রাস্ট জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ হিসেবে আইসিটির বিভিন্ন বিষয়ে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা কোর্স পরিচালনা করবে। ঢাকার বনানীতে প্রতিষ্ঠানটির নিজস্ব ক্যাম্পাস থেকে এই কোর্স পরিচালিত হওয়ার সব প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি বিশেষ পত্রে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের অ্যাফিলিয়েশন কমিটির সুপারিশক্রমে এর অ্যাকাডেমিক কাউন্সিল ও বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট এই অধিভুক্তি সংক্রান্ত অনুমোদন দেয়।
এতে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি অধিভুক্ত কলেজ হিসেবে কোডার্সট্রাস্ট তার নিজস্ব ক্যাম্পাস থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ডিজিটাল মার্কেটিং, ড্যাটা অ্যানালিসিস ও সাইবার সিকিউরিটি বিষয়ক কোর্স পরিচালনা করবে। প্রথম ব্যাচ হিসেবে প্রতিটি বিষয়ে এই কোর্স সম্পন্ন করবে ৫০ জন করে শিক্ষার্থী।
এই অধিভুক্তির সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, এর মধ্য দিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিশ্বমানের দক্ষতাভিত্তিক শিক্ষার সুযোগ তৈরি হলো। কোডার্সট্রাস্টের প্রতিষ্ঠাতা আজিজ আহমদ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমানের নেওয়া যৌথ সিদ্ধান্তকে দুরদৃষ্টিসম্পন্ন বলে উল্লেখ করেন তিনি।
অধ্যাপক ড. মশিউর রহমান বলেন, ‘আশা করি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৫ লাখ শিক্ষার্থীর জন্য এক নতুন দ্বার উন্মোচিত হলো। এই অধিভুক্তির মাধ্যমে শিক্ষার্থীরা এখন কোডার্সট্রাস্টের সঙ্গে সম্পৃক্ত হওয়ার সুযোগ পাবে।’
কোডার্সট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আজিজ আহমদ বলেন, ‘ডিজিটাল আইসিটি শিক্ষা সব কলেজ গ্রাজুয়েটের জন্য অবশ্য প্রয়োজনীয়। আধুনিক তথ্য প্রযুক্তির দ্রুত উদ্ভাবনের ফলশ্রুতিতে নিয়ত পরিবর্তনশীল পরিস্থিতিতে ডিজিটাল দক্ষতা, খাপ খাইয়ে নেওয়ার কৌশল ও উদ্ভাবনী মনই পারবে তাদের যোগ্য করে তুলতে।’
কোডার্সট্রাস্টের প্রধান নির্বাহী মো. শামছুল হক এই কলেজের অধ্যক্ষ্য ও কান্ট্রি ডিরেক্টর আতাউল গনি ওসমানী উপাধ্যক্ষ্য হিসেবে দায়িত্ব পালন করবেন।