২ ঘন্টা অবরোধের পর মহাসড়ক ছাড়ল ববি শিক্ষার্থীরা

  © টিডিসি ছবি

টানা ২ ঘন্টা অবরোধের পর বিশ্ববিদ্যালয়ে প্রশাসনের আশ্বাসে মহাসড়ক ছাড়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা। আজ রবিবার বিকেলে ৫টার দিকে কুয়াকাটা-বরিশাল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে দুপুর ২টার পর বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ২য় বর্ষের এক ছাত্রী আহতের ঘটনায় মহাসড়ক অবরোধ করে রেখেছিলেন সাধারণ শিক্ষার্থীরা। 

এসময় শিক্ষার্থীরা বলেন, এর আগেও অনেকবার দুর্ঘটনা ঘটেছে এবং প্রশাসনের পক্ষ থেকে আমাদের দাবি মেনে নেওয়া হবে বলে আশ্বস্ত করা হয়েছিল। কিন্তু বাস্তবে আমরা তার প্রতিফলন দেখতে পাইনি। সুতরাং দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা মহাসড়ক ছাড়বো না।

পরবর্তীতে কয়েক দফা ছাত্র-শিক্ষক আলোচনা শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ছাদেকুল আরেফিন শিক্ষার্থীদের দাবি দ্রুততম সময়ের মধ্যে মেনে নেওয়া হবে এবং অপরাধীকে আইনের আওতায় আনাসহ ক্ষতিপূরণ দিবেন বলে আশ্বস্ত করলে সড়ক অবরোধ ছেড়ে দিয়েছেন শিক্ষার্থীরা।


সর্বশেষ সংবাদ