ছাত্রী আহতের জেরে ববি শিক্ষার্থীদের বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ২য় বর্ষের এক ছাত্রী আহতের ঘটনায় কুয়াকাটা-বরিশাল মহাসড়ক অবরোধ করে রেখেছেন সাধারণ শিক্ষার্থীরা। আজ রবিবার দুপুর দুইটার দিকে বাইক এক্সিডেন্টে পায়ে গুরুত্বর আঘাত পেয়েছেন ওই শিক্ষার্থী।
পরে এ খবরে জানানানি হলে তাৎক্ষণিক নিরাপদ সড়ক, অপরাধীর বিচার এবং ফুটওভার ব্রিজ-স্পিড ব্রেকার চেয়ে আন্দোলনে নামেনে শিক্ষার্থীরা।
এ সময় তারা ‘আমার বোন আহত কেন? প্রশাসন জবাব চাই’ স্লোগান দিতে দেখা গেছে। এদিকে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বারবার শিক্ষার্থীদের সড়ক অবরোধ ছেড়ে দেওয়ার জন্য বলা হলেও শিক্ষার্থীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত সড়ক ছাড়বেন না বলে জানিয়েছেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, এর আগেও অনেকবার দুর্ঘটনা ঘটেছে এবং প্রশাসনের পক্ষ থেকে আমাদের দাবি মেনে নেওয়া হবে বলে আশ্বস্ত করা হয়েছিল। কিন্তু বাস্তবে আমরা তার প্রতিফলন দেখতে পাইনি। সুতরাং দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা মহাসড়ক ছাড়বো না।