১৮ জুলাই ২০২৩, ১৮:৪৭

কুবি অফিসার্স এসোসিয়েশনের নির্বাচন ২৭ জুলাই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়  © টিডিসি ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) অফিসার্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদ-২০২৩ এর নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। 

সোমবার (১৭ জুলাই) প্রধান নির্বাচন কমিশনার মনিরুল ইসলাম, নির্বাচন কমিশনার মোহাম্মদ এমদাদুল হক, সবুজ বড়ুয়া, দিলশাদ পারভীন ও রিজোয়ানা করিম স্বাক্ষরিত এক  বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরো পড়ুন: জাতীয়করণের দাবি আদায়ে অনড় শিক্ষকরা

 তফসিল সূত্রে জানা যায়, চলতি মাসের ২৭ জুলাই অনুষ্ঠিত হবে। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী মোট ১৫টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়াও তফসিল ঘোষণা ও খসড়া ভোটার তালিকা প্রকাশ ১৮ জুলাই, ২৩ জুলাই মনোনয়ন ফরম বাছাই ও প্রার্থী তালিকা প্রকাশ, ২৪ জুলাই প্রার্থিতা প্রকাশ ও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

এদিকে ২৭ জুলাই সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ৪১১ নং কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একইদিনে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে।