ট্রাকের ধাক্কায় মৃত্যু, ক্লাসে ফেরা হলো না তিতুমীর শিক্ষার্থীর
রাজধানীর সরকারি তিতুমীর কলেজের ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সুহাদ মাহমুদ ফাহিম সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বর্তমানে লাশ টঙ্গী থানায় আছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১৩ জুলাই) সকাল ১১ টায় বাংলাদেশ মেডিকেল হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। সুহাদ মাহমুদ ফাহিমের সাথে থাকা সহপাঠীরা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগে সকাল ৯ টার দিকে ক্যাম্পাসে যাওয়ার সময়ে টঙ্গীর সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজের সামনে ট্রাকে ধাক্কা দেয় বলে জানা যায়। পরবর্তীতে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। মৃত্যু ফাহিম টঙ্গীর শান্তিবাগ, বনমালা এলাকায় থাকতেন বলে জানা গেছে।
আরও পড়ুন: ডিপার্টমেন্টে ফার্স্ট হওয়া তিতুমীর ছাত্র ওজায়ের আর নেই
ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের বিভাগীয় প্রধান মোঃ সালাউদ্দিন দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, ফাহিম খুব ভালো ছাত্র ছিল। তার মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করেন তিনি।
এর আগে শনিবার (৮ জুলাই) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মীর ওজায়ের সড়ক দুর্ঘটনায় মারা যান। জানা গেছে মীর ওজায়েরের গ্রামের বাড়ি ভোলা জেলার মনপুরায়। তিনি তিতুমীর কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের পরীক্ষার ফলাফলে ডিপার্টমেন্টে ফার্স্ট হয়েছিলেন।