চট্টগ্রামের মহসিন কলেজে স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞা

সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ
সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ  © ফাইল ছবি

মোবাইল ফোনের প্রতি শিক্ষার্থীদের আসক্তি ও চুরি কমাতে চট্টগ্রামের সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ ক্যাম্পাসে স্মার্টফোন নিয়ে আসার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। কলেজের একাডেমিক কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সম্প্রতি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইলিয়াছ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয় এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের নির্দেশনা মোতাবেক কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের মোবাইল ফোন নিয়ে আসা সম্পূর্ণ নিষিদ্ধ। বিজ্ঞপ্তির অনুলিপি কলেজের উপাধ্যক্ষ ও সব বিভাগীয় প্রধানকেও পাঠানো হয়েছে। নির্দেশনাটি কলেজের ওয়েবসাইট ও অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া হয়েছে।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইলিয়াস বলেন, শিক্ষার্থীরা মোবাইল ফোনে বেশি আসক্ত হয়ে পড়ছে। এতে পড়ালেখার ক্ষতির পাশাপাশি বিপথগামী হওয়ার প্রবণতাও বাড়ছে। আবার পরীক্ষা চলাকালে বাইরে ব্যাগে নিজেদের ফোনটি রেখে আসায় চুরিও বাড়ছে। সার্বিক বিবেচনায় ক্যাম্পাসে অ্যান্ড্রয়েড ফোন নিষিদ্ধ করা হয়েছে। তবে বাটন ফোন নিয়ে আসতে বাধা নেই।


সর্বশেষ সংবাদ