হল খুলেছে, ক্যাম্পাসে ফিরছেন কুবি শিক্ষার্থীরা
পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আবাসিক হলসমূহ খুলে দেওয়া হয়েছে। আজ শুক্রবার (৭ জুলাই) সকাল ১০টায় হলসমূহ খুলে দেওয়া হয়। এদিকে আগামী রবিবার (৯ জুলাই) থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দফতর সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আবাসিক হলসমূহ খুলে দেওয়া ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পরিবার ছেড়ে ক্যাম্পাসে ফিরতে শুরু করেছেন। এর আগে গত ২৫ জুন থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। তবে ২৩ জুন থেকে আবাসিক হল বন্ধের ঘোষণা দিলেও সনাতন ধর্মাবলম্বী ও অন্যান্য যারা থাকতে ইচ্ছুক তারা নিজ দায়িত্বে আবাসিক হলে অবস্থান করতে পেরেছে৷
এদিকে গত ৬ জুলাই পর্যন্ত ঈদের ছুটি থাকলেও ৭ ও ৮ জুলাই (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটি থাকায় আগামী রবিবার থেকে পুরোদমে বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম চলবে বলে জানা গেছে।