২১ জুন ২০২৩, ২০:১৮

আন্দোলনকারীদের সরে যেতে ১০ মিনিট সময় দিল পুলিশ

পুলিশের ঘোষণা  © টিডিসি ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের নীলক্ষেত মোড় অবরোধ ছেড়ে দেওয়ার জন্য ১০ মিনিট সময় দিয়েছে পুলিশ। আজ বুধবার (২১ জুন) রাত ৮টা ১৪ মিনিটের দিকে মাইকে এই ঘোষণা দেন নিউমার্কেট জোনের উপ-পুলিশ কমিশনার (এডিসি) শাহেন শাহ্ মাহমুদ।

এর আগে দুপুর ২টার পর থেকে ওই মোড় অবরোধ করে রাখে শিক্ষার্থীরা৷ দীর্ঘ সময় অবরোধ করে রাখায় যান চলাচল বন্ধ রয়েছে৷ ফলে আশপাশের সড়কে তীব্র যানজট দেখা দিয়েছে।

আজ দুপুর ১২টায় নিউমার্কেটের বলাকা সিনেমা হলের সামনে জড়ো হয় তারা ৷ পরে সাত কলেজের শিক্ষকরা এসে আলোচনার জন্য শিক্ষার্থীদের ইডেন কলেজের সামনে নিয়ে আসে৷ শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল ইডেন কলেজের অধ্যক্ষ ও সাত কলেজের সমন্বয়ক (ফোকাল পয়েন্ট) অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্যের সাথে দেখা করতে অধ্যক্ষের কার্যালয়ে প্রবেশ করে৷

আন্দোলনরত অন্য শিক্ষার্থীরা ইডেন কলেজের সামনে অবস্থান করে৷ আলোচনা শেষে শিক্ষার্থীদের ছয়টি দাবি মেনে নিলেও একটি মানেনি প্রশাসন৷ তাই এক দফা দাবিতে ইডেন কলেজের সামনে থেকে মিছিল নিয়ে নীলক্ষেত মোড়ে এসে অবরোধ করে শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন, দাবি না মানা পর্যন্ত তারা সড়ক ছাড়বেন না৷ এর আগে গতকালও নীলক্ষেত মোড় অবরোধ করেছিলো সাত কলেজের শিক্ষার্থীরা৷

এ নিয়ে এডিসি শাহেন শাহ্ বলেন,  আপনারা আজ দুপুরে একটা থেকে রাত আটটা পর্যন্ত সড়ক অবরোধ করে রেখেছেন। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক আপনাদের দশ মিনিট সময় দিচ্ছি। যদি এই দশ মিনিটের মধ্যে আপনারা সড়কের অবরোধ তুলে না নেন তবে আমরা আইনি পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হবো৷

তিনি শিক্ষার্থীদের অনুরোধ জানিয়ে বলেন, আমি আপনাদেরকে অনুরোধ করছি আপনারা যারা এখানে আছেন সড়ক ছেড়ে দিয়ে নিরাপদে বাড়ি চলে যাবেন। আমরা চাই আপনাদের আন্দোলন সফল হোক। আপনারা সফলতার মুখ দেখুন। আমরা বিশ্বাস করি আমাদের এই আহবানে সাড়া দিয়ে আপনারা কোন ধরনের বিশৃঙ্খলা তৈরি না  করে অল্প সময়ের মধ্যে রাস্তা ছেড়ে দেবেন। অন্যথায় আমরা আইনি প্রক্রিয়া গ্রহণ করতে বাধ্য হব। তাই আপনাদের সড়ক ছেড়ে দেয়ার জন্য অনুরোধ করছি।