১৬ জুন ২০২৩, ০০:৫৩

রোববার থেকে নজরুল বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল বন্ধ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়  © ফাইল ফটো

পবিত্র ঈদ-উল-আযহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে আগামী রবিবার (১৮ জুন) থেকে বন্ধ থাকবে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ।

বৃহস্পতিবার (১৫ জুন) বঙ্গমাতা হলের প্রভোস্ট নুসরাত শারমিন তানিয়া এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি জানান, প্রভোষ্ট কাউন্সিল, প্রক্টরিয়াল বডি, ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের সম্মিলিত সিদ্ধান্ত এবং বিশ্ববিদ্যালয়ের ঘোষিত ছুটির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের চারটি হল অগ্নিবীণা হল, দোলনচাঁপা হল, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল আগামী ১৮ জুন হতে  ৫ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে। ৬ জুলাই থেকে যথারীতি হল চালু থাকবে।

এর আগে গত ১১ জুন থেকে হল খোলা রেখে টানা ২৬ দিন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করে প্রশাসন। তবে এই সময়ে চলমান পরীক্ষা নিয়েছে কয়েকটি বিভাগ।