‘শয়তান দেহ পাবি, মন পাবি না’ প্রশ্নকারী শিক্ষকের পক্ষে মানববন্ধন শিক্ষার্থীদের
- ববি প্রতিনিধি
- প্রকাশ: ১৪ জুন ২০২৩, ০৬:০৫ PM , আপডেট: ১৪ জুন ২০২৩, ০৭:২১ PM
সম্প্রতি বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) হিসাববিজ্ঞান ও ব্যবসায় ব্যবস্থাপনা বিভাগের মিডটার্ম পরীক্ষার প্রশ্নে বাংলা সিনেমার আলোচিত সংলাপ— ‘শয়তান দেহ পাবি, মন পাবি না’-ব্রিটিশ হেজিমনির আলোকে বিস্তারিত আলোচনা করতে বলা হয়েছে। পরে ওই প্রশ্নের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে তা নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে।
এই প্রশ্নপত্র নিয়ে সামাজিকযোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে নেতিবাচক উপস্থাপনার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছেন বিভাগটির সাধারণ শিক্ষার্থীরা। আজ বুধবার (১৪ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে ‘ববির সাধারণ শিক্ষার্থী’র ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।
কর্মসূচিতে শিক্ষার্থীদের দাবি, এই প্রশ্নপত্রের সাথে পঠিতব্য বিষয়ের মিল রয়েছে। কয়েকটি ফেসবুক পেইজে এবং বেশকিছু গণমাধ্যমে এর ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে।
এসময় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় হোক মুক্ত চেতনার জায়গা, বিশ্ববিদ্যালয় হোক মুক্ত চেতনার জায়গা, শিক্ষকদের অপমান মানি না, মানব না, হেজিমনি প্রশ্নের অপ্রাসঙ্গিকতা কোথায়? অজ্ঞ সমালোচনাকারীদের জবাব চাই- ইত্যাদি লেখা বেশকিছু প্লাকর্ড হাতে দাঁড়ান।
প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ভিপি শেখ আরিফ বলেন, হেজিমনি নিয়ে করা পরীক্ষার প্রশ্নটি পঠিতব্য বিষয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ এবং প্রাসঙ্গিক। স্যার মুখস্থ বিদ্যার বাইরে গিয়ে সৃজনশীলতার চর্চা করেছেন যা প্রশ্নে স্পষ্টত প্রতীয়মান হয়েছে। কিন্তু ফেসবুকের কিছু পেজ এবং গণমাধ্যমর আংশিক প্রশ্নপত্র নিয়ে বিষয়টাকে নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছে। যেটা একজন শিক্ষকের জন্য বিড়ম্বনার ও অপ্রত্যাশিত বিষয়। আমরা এহেন ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।