১২ জুন ২০২৩, ২০:৪৫

‘২৫ লাখ টাকা দেয়া শর্তে জবি ছাত্রীর সঙ্গে সংসার করবে মইনুল’

আসামী মো. মইনুল ইসলামে  © সংগৃহীত

গাড়ি কেনার জন্য ২৫ লাখ টাকা যৌতুক দাবির অভিযোগে স্বামী মো. মইনুল ইসলামের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক ছাত্রী। মামলার অভিযোগে বলা হয়, “গাড়ি কেনার জন্য যৌতুক হিসেবে ২৫ লাখ টাকা না দিলে ওই ছাত্রীর সঙ্গে সংসার করবে না মইনুল।”

আজ সোমবার (১২ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শান্ত ইসলাম মল্লিকের আদালতে তানজিম ইয়াসমিন তমা নামে ছাত্রী বাদী হয়ে এ মামলা করেন। এর আগে আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেন। এরপর মামলার অভিযোগের বিষয়ে তদন্ত করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)কে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। বাদীপক্ষের আইনজীবী সর্দার মোস্তাফিজুর রহমান বিষয়টি জানিয়েছেন। 

মামলার অভিযোগে বলা হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুবাদে আসামি মো. মইনুল ইসলামের সঙ্গে মামলার বাদী তানজিম ইয়াসমিন তমার পরিচয় হয়। সম্পর্কের তিন বছর পর ২০২১ সালের ১৮ জুন ১০ লাখ টাকা দেনমোহরে তাদের বিয়ে সম্পন্ন হয়। তবে তিনি তার স্ত্রীকে কোনও খরচ দিতেন না। তারা ঢাকার কোনও আবাসিক হোটেল বা ঢাকার বাইরে উভয়ে একান্তে সময় পার করতেন। ধীরেধীরে মামলার আসামি মইনুল তার স্ত্রী তমার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করার চেষ্টা করেন। ফোন দিলে মইনুল ব্যস্ততা দেখিয়ে তা প্রত্যাখ্যান করতেন। এক পর্যায়ে ২০২২ সালের ২৫ আগস্ট মইনুলের সঙ্গে দেখা করতেন যান তমা। তখন মইনুল তাকে রেস্টুরেন্টে নিয়ে গালাগালি করে এবং গায়ে হাত তোলে। এসময় গাড়ি কেনার জন্য যৌতুক হিসেবে ২৫ লাখ টাকা না দিলে তমার সঙ্গে সংসার করবে না বলে জানান মইনুল।