সদ্য নিয়োগপ্রাপ্ত ইউজিসি’র দুই সদস্যকে বেরোবি উপাচার্যের অভিনন্দন
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য হিসেবে দ্বিতীয় মেয়াদে পুনরায় নিয়োগ পাওয়ায় অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন ও অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হাসিবুর রশীদ। এক অভিনন্দন বার্তায় ইউজিসির দুই সদস্যকে অভিনন্দন জানান তিনি।
অভিনন্দন বার্তায় বেরোবি উপাচার্য বলেন, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন ও অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর দেশের উচ্চশিক্ষার মান উন্নয়নে একান্তভাবে কাজ করে চলেছেন। ইউজিসি সদস্য হিসেবে তাঁরা প্রথম মেয়াদে সফলভাবে দায়িত্ব পালন করে চলেছেন।
বেরোবি উপাচার্য আশাবাদ ব্যক্ত করে বলেন, দ্বিতীয় মেয়াদে সদস্য হিসেবে তাঁদের দায়িত্ব প্রদান বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের উচ্চ শিক্ষার বিস্তার ও গুণগত মান উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবে।
প্রসঙ্গত, ইউজিসির সদস্য হিসেবে অধ্যাপক ড. মোঃ সাজ্জাদ হোসেন ও অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর এর প্রথম দফার মেয়াদ শেষ হবে যথাক্রমে জুন মাসের ১১ ও ১৫ তারিখে। সোমবার (০৫ জুন, ২০২৩) শিক্ষা মন্ত্রণালয়ের পৃথক আদেশে তাঁদের ইউজিসি সদস্য পদে নিয়োগ প্রদান করা হয়।