১০ দিনের ছুটিতে যাচ্ছে ইবি, খোলা থাকছে হল
গ্রীষ্মকালীন ১০ দিনের ছুটিতে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। তবে ছুটির এ সময়ে আবাসিক হলসমূহ খোলা থাকবে। যথারীতি চালু থাকবে জরুরি সেবাও। মঙ্গলবার (৩০ মে) রেজিস্ট্রার অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে।
রেজিস্ট্রার দফতর সূ্ত্রে জানা যায়, আগামী ৩ জুন থেকে গ্রীষ্মকালীন ছুটি শুরু হবে। যা চলবে আগামী ১২ জুন পর্যন্ত। এসময় বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা বন্ধ থাকআে। ১২ জুন থেকে বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ যথারীতি চলবে। ক্যাম্পাস বন্ধ থাকাকালীন জরুরি সেবাসমুহ চালু থাকবে এবং পরিবহন সেবা বন্ধের সিডিউল অনুযায়ী চালু থাকবে।
আরও পড়ুন: বছরের ৬ মাসই বন্ধ থাকে ইবি, কাটছে না সেশনজট
এদিকে, গ্রীষ্মকালীন ছুটি বাতিলের দাবিতে শিক্ষার্থী ও ছাত্র সংগঠনগুলো সরব থাকলেও অধিকাংশ শিক্ষকের বিপক্ষে থাকায় পূর্ব নির্ধারিত ছুটি বহাল আছে।
প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. দেবাশীষ শর্মা বলেন, ক্যাম্পাস বন্ধ থাকাকালীন সময়ে হলসমুহ যথারীতি খোলা থাকবে। হলের সকল সুবিধা অব্যাহত থাকবে।