ভর্তিচ্ছুদের সহযোগিতা করা নিয়ে বিবাদে জড়াল কুবি ছাত্রলীগ
- কুবি প্রতিনিধি
- প্রকাশ: ১৮ মে ২০২৩, ০৮:০৯ PM , আপডেট: ১৮ মে ২০২৩, ০৮:২০ PM
গুচ্ছ ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদেরকে সেবা দিতে বুথ বসানোকে কেন্দ্র করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ছাত্রলীগের দু’পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কার্যালয়ে প্রক্টরিয়াল বডির উপস্থিতিতেই আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে বুথ স্থাপনের জন্য আবেদন করে ছাত্রলীগের দুটি পক্ষ। বিষয়টি সমাধানের জন্য উভয় পক্ষকেই ডাকেন কুবির ভারপ্রাপ্ত প্রক্টর কাজী ওমর সিদ্দিকী। আলাচনার এক পর্যায়ে হল শাখাসমূহের নেতৃবৃন্দ সমর্থিত অংশ ‘অছাত্ররা’ প্রক্টর অফিসে আসার বিষয়ে কথা তোলেন। এসময় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের যুগ্ম-সাধারণ সম্পাদক সালমান চৌধুরীর হৃদয় ও নতুন কমিটিতে পদপ্রত্যাশী কাউসার হোসেনের মাঝে বাগবিতণ্ডা ঘটে। এ বাগবিতণ্ডা পরবর্তীতে হাতাহাতিতে রূপ নেয়।
এ বিষয়ে সালমান চৌধুরী বলেন, আমি প্রক্টরকে প্রশ্ন করেছিলাম-বহিরাগতরা ক্যাম্পাসে কী করে? এসময় কাউসার উত্তেজিত হয়ে উঠে এবং আমাকে ঘুষি মারে।
তবে কাউসারের দাবি, সে বিকেল বেলা বিভাগীয় কাজে ক্যাম্পাসে গেলে সালমান, মাসুম, পলাশ, পাপন, শান্তসহ আরও অনেকে তাকে হত্যার হুমকি দেয়। এ বিষয়ে সে প্রক্টরের নিকট অভিযোগ দিতে গেলে তারা আবার সেখানে উপস্থিত হয়ে কাউসারকে বহিরাগত সম্বোধন করে আক্রমণ করে বসে।
তবে কারও থেকে কোনো অভিযোগপত্র পাননি বলে দাবি করেন কুবির ভারপ্রাপ্ত প্রক্টর কাজী ওমর সিদ্দিকী। তিনি বলেন, আমার কাছে কারও কোনো অভিযোগপত্র আসেনি। একই স্থানে ছাত্রলীগের দু’টি পক্ষ বুথ বসাতে গেলে তাদের মাঝে উচ্চবাচ্য হয়। পরে আমরা আলোচনা করে সমাধান করতে গেলে দুই পক্ষের মধ্যেই হাতাহাতি ঘটে। এই বিষয়ে আগামী ২০ তারিখে পরীক্ষা শেষ হওয়ার পর ব্যবস্থা নেব।