১৩ মে ২০২৩, ২২:১৩

ঘূর্ণিঝড় ‘মোখা’: আগামীকাল বন্ধ থাকবে কুবি

  © ফাইল ছবি

ঘূর্ণিঝড় ‘মোখা’ উদ্ভূত পরিস্থিতিতে আগামীকাল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রসাশন। শনিবার (১৩ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. আমিরুল হক চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি বলেন, ঘূর্ণিঝড় ‘মোখা’র সার্বিক পরিস্থিতি বিবেচনায় আগামীকাল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।

উল্লেখ্য, শিক্ষামন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তি থেকে জানা যায়, বঙ্গোপসাগরে সৃষ্ট অতি প্রবল ঘূর্ণিঝড়ের কারণে চট্টগ্রাম, বরিশাল, কুমিল্লা ও যশোর শিক্ষা বোর্ড এর আওতাধীন জেলা সমূহের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম আগামীকাল বন্ধ থাকবে।

এছাড়াও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিন জানিয়েছেন, ঘূর্ণিঝড় মোখার দরুন সৃষ্ট পরিস্থিতি বিবেচনায় পুনরাদেশ না দেয়া পর্যন্ত চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহ, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর শিক্ষা কেন্দ্র ও শিশু কল্যাণ ট্রাস্টের লার্নিং সেন্টারসমূহ বন্ধ থাকবে।