কৃষকের ৪২ শতক জমির ধান কেটে দিল নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ
- নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
- প্রকাশ: ০৪ মে ২০২৩, ১০:৫৯ AM , আপডেট: ০৪ মে ২০২৩, ১০:৫৯ AM
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কৃষক মোফাজ্জল হোসেনের ৪২ শতক জমির ধান কেটে দিয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।
বুধবার (৩ মে) কেন্দ্রের আহ্বানে সাড়া দিয়ে নজরুল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম বাবু এবং সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিবের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় সংলগ্ন চিকনা মনোহর এলাকায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দেন শাখা ছাত্রলীগের অর্ধশতাধিক নেতাকর্মী।
ধান কেটে বাড়ি পৌঁছে দেয়ায় খুশি কৃষক মোফাজ্জল হোসেন। তিনি বলেন, ঝড়বৃষ্টি শুরু হয়ে গেছে। জমির পাকা ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় ছিলাম। তারা ধান কেটে ঘরে তুলে দিয়েছে। তাদের এমন কাজে আমি খুবই খুশি। আমি তাদের জন্য দোয়া করবো।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিব বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ছাত্রলীগ কৃষকের ধান নিরাপদে ঘরে তুলে দিচ্ছে। এছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে শ্রমিক সংকটের কারণে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের ন্যায় আমরা নজরুল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগও কৃষকের পাকা ধান কেটে ঘরে তুলে দিচ্ছি। দেশের মানুষের দুঃখ-কষ্টে, বিভিন্ন দুর্যোগে ছাত্রলীগ সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। আমাদের এ কাজের ধারা অব্যাহত থাকবে।
আরও পড়ুন: কৃষকের ১৬ শতক জমির ধান কেটে দিল ঢাবি ছাত্রলীগ
সভাপতি নজরুল ইসলাম বাবু এ বিষয়ে বলেন, প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ও বাংলাদেশ ছাত্রলীগের নির্দেশে কৃষকের ধান কেটে ঘরে তুলে দেওয়ার যে উদ্যোগ গ্রহণ করেছে তা ইতিমধ্যেই সারা দেশে সাড়া ফেলেছে। তারই ধারাবাহিকতায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের পক্ষ থেকে কৃষকের ধান কেটে ঘরে তুলে দেবার কাজে আমরা শামিল হয়েছি।