সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটালো ‘সামাজিক স্কুল’
সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে রাজশাহী কলেজ সমাজবিজ্ঞান বিভাগের পরিচালিত ‘সামাজিক স্কুল’ এর শিশুদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে প্রতিবছরের ন্যায় এবারও ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে।
বুধবার ( ১২ এপ্রিল ) বেলা ১১টায় ঈদের আনন্দ হোক সবার জন্য এই প্রতিপাদ্যকে সামনে রেখে সামাজিক স্কুল চত্বরে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন এসময় উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান ও রাজশাহী সরকারি মহিলা কলেজের বর্তমান উপাধ্যক্ষ ড. নাজনীন সুলতানা।
এছাড়াও উপস্থিত ছিলেন, সামাজিক স্কুলের আহ্বায়ক কমিটির সদস্য রাজশাহী কলেজ সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড.মুহাম্মাদ জাকির আল ফারুকী, সহকারী অধ্যাপক এ.জেড.এম জাষ্টিসুল হায়দার , সহকারী অধ্যাপক সৈয়দা জান্নাতুন সায়মা ও সহকারী অধ্যাপক রোজিনা আফরোজ ।
উপহার সামগ্রী বিতরণকালে ড. নাজনীন সুলতানা বলেন, প্রতিষ্ঠার পর থেকেই প্রতি বছর ঈদ উল ফিতর উৎসবের সময় শিশুদের নতুন পোশাক উপহার দেওয়া হয়। বিভাগের কয়েকজন সুহৃদ শিক্ষকের আর্থিক সহায়তায় এই ব্যবস্থাপনা সম্পন্ন করা হয়।
সামাজিক স্কুলের সভাপতি হানজালা হোসেন তামিম বলেন, সমাজের এই অবহেলিত সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে কাজ করার সুযোগ ও তাদের মুখে ঈদের আনন্দে হাসি দেখতে পাওয়াটা আমার কাছে মানসিক প্রশান্তি। সর্বোপরি শ্রদ্ধেয় ড. নাজনীন সুলতানা ম্যাম ও ড. মুহাম্মাদ জাকির আল ফারুকী স্যার ও অন্যান্য সকল শিক্ষকবৃন্দের প্রতি এই পোশাক বিতরণের জন্য আর্থিক ও সার্বিকভাবে সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জ্ঞাপন করছি।
উল্লেখ্য, ‘সামাজিক স্কুল’ রাজশাহী কলেজের সমাজবিজ্ঞান বিভাগ কর্তৃক সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের জন্য স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে পরিচালিত স্কুল। রাজশাহীর রেলওয়ে পাড় বস্তির প্রায় শতাধিক শিশুদের শিক্ষা প্রদান ও পাশাপাশি সামাজিক - নৈতিক বিভিন্ন বিষয়ে সাধারণ আচার আচরণ শেখানোর উদ্দেশ্যে ২০১৬ সালের ২৫ অক্টোবর এই স্কুল প্রতিষ্ঠিত হয়।