বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি বিজ্ঞপ্তি
২০২৩ শিক্ষাবর্ষের স্প্রিং সেশনে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আগ্রহীদের ২৯ এপ্রিলের মধ্যে আবেদন করতে হবে।
যেসব প্রোগ্রামে আবেদন করা যাবে:
কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE) এ বি.এসসি
বিএসসি ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই)
সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বি.এসসি (CE)
ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ)
ব্যবসায় প্রশাসনের মাস্টার (এমবিএ)
ইংরেজিতে ব্যাচেলর অফ আর্টস (অনার্স)
আইন ব্যাচেলর (এলএলবি)
যোগ্যতা: যেসব প্রার্থী এইচএসসি/আলিম/এ লেভেল বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তারা আবেদন নিম্নলিখিত মানদণ্ড পূরণ করতে হবে:
সিএসই/ইইই/সিই (CSE/EEE/CE)-তে বিএসসি (B. Sc):
এসএসসি/দাখিল এবং এইচএসসি/আলিম পরীক্ষা: বিজ্ঞান গ্রুপে এইচএসসি/আলিম বা সমমানের পরীক্ষায় গণিত, পদার্থবিদ্যা এবং রসায়নসহ প্রত্যেককে ন্যূনতম জিপিএ ৩.০ স্কোর করতে হবে। এসএসসি/দাখিল এবং এইচএসসি/আলিমের মোট জিপিএ ন্যূনতম ৭.০ হতে হবে (অতিরিক্ত বিষয় সহ)।
জিসিই (GCE) আবেদনকারীরা:
(ক) O লেভেল: গণিত, পদার্থবিদ্যা এবং রসায়ন সহ ন্যূনতম পাঁচটি বিষয়ে প্রতিটিতে জিপিএ-৩ (A=5, B=4, C=3, D=2 এবং E=1 স্কেলে)।
(খ) একটি স্তর: গণিত, পদার্থবিদ্যা/রসায়ন সহ ২টি বিষয়ে ন্যূনতম জিপিএ ৩/ সি গ্রেড।
(গ) জিসিই (GCE) এ এবং ও লেভেলে মোট জিপিএ- ৬ হতে হবে।
(ঘ) কোনো বিষয়ে ই গ্রেডপ্রাপ্ত প্রার্থীদের বিবেচনা করা হবে না।
ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ)/ ব্যাচেলর অফ আর্টস (অনার্স) ইন ইংরেজি/আইন ব্যাচেলর (LL.B.):
(১) এসএসসি/দাখিল এবং এইচএসসি/আলিম পরীক্ষা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.০০। এইচএসসি/আলিম এবং এসএসসি/দাখিলের মোট জিপিএ ন্যূনতম ৬.৫ হতে হবে।
আবেদন যেভাবে: অনলাইনে আবেদন ক্লিক করুন এখানে।
বিস্তারিত দেখুন এই ওয়েবসাইটে।