১০ এপ্রিল ২০২৩, ১২:৪৩

সাত কলেজের ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষার সূচি প্রকাশ

সাত কলেজের ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষা শুরু ৩মে  © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের ২০১৯ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষের পরীক্ষা শুরু হবে আগামী ৩মে (বুধবার)। সোমবার (১০ এপ্রিল) ঢাবি অধিভুক্ত সাত কলেজের পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০১৯ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষা শুরু হবে আগামী ৩ মে। পরীক্ষা শেষ হবে ৯ জুলাই (রোববার)। পাশাপাশি প্রত্যেকটি পরীক্ষা শুরু হবে প্রতিদিন সকাল সাড়ে ৯টায়। 

ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, শহীদ সোহরাওয়ার্দী সরকারি কলেজ, সরকারি বাঙলা কলেজ ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের পরীক্ষার্থীদের পরীক্ষার কেন্দ্র হবে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ।

আরও পড়ুন: রাবিতে আসন কমানোর সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি 

পরীক্ষার্থীদের জন্য করণীয় 
১) ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইস্যুকৃত প্রবেশপত্র ছাড়া কোন পরীক্ষার্থীকে পরীক্ষার হলে প্রবেশ করতে পারবে না।
২) পরীক্ষা চলাকালে কেন্দ্রে মোবাইল ফোন ও যেকোনো প্রকার ইলেকট্রনিক ডিভাইস যা মোবাইল ফোনে সংযোগ করা যায় এমন ডিভাইস বহন করা যাবে না।
৩) পরীক্ষার্থীদের প্রবেশপত্র স্ব-স্ব কলেজের অধ্যক্ষগণ কর্তৃক মনোনীত প্রতিনিধির মাধ্যমে সংগ্রহ করতে হবে।