জবিতে ফার্মেসি বিভাগে প্রফেশনাল মাস্টার্স করার সুযোগ
২০২৩ শিক্ষাবর্ষের আগস্ট-জানুয়ারি ফল সেশনে ফার্মেসি প্রোগ্রামে প্রফেশনাল মাস্টার্স করার সুযোগ দিচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের লাইফ অ্যান্ড আর্থ সায়েন্সেস অনুষদ। সেশনের O4P-ব্যাচে ভর্তি শুরু হবে।
প্রোগ্রামের বৈশিষ্ট্য:+
প্রধান বিষয়সমূহ: ১. ইন্ডাস্ট্রিয়াল ফার্মেসি, ২. ফার্মাসিউটিক্যাল মার্কেটিং
কোর্সের সময়কাল: এক বছর (২ সেমিস্টার)
মোট ক্রেডিট: 32
ক্লাস সময়: শুক্র এবং শনিবার
যোগ্যতা: ন্যূনতম ১৬ বছর স্কুলে পড়াশুনা; ১০ বছরের এসএসসি ও এইচএসসি; ফার্মাসিউটিক্যাল সায়েন্স বা প্রাসঙ্গিক ক্ষেত্রে ২ বছরের স্নাতকোত্তরসহ ৪ বছরের স্নাতক বা সমমানের ডিগ্রি। স্নাতকে সিজিপিএ ৩.০০ বা তার বেশি (4.00 এর মধ্যে)। কোন তৃতীয় শ্রেণী/বিভাগ (বা সমতুল্য) নয়।
আবেদন যেভাবে: আগ্রহীরা এই ওয়েবসাইট থেকে আবেদনফরম সংগ্রহ করে প্রয়োজনীয় নথিসহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অফ লাইফের ডিন অফিসে জমা দিতে পারেন অথবা আবেদন ফি বিকাশ পেমেন্ট করে সম্পূর্ণ অ্যাপ্লিকেশন সেটটি biswas121@yahoo.com-এ ্ইমেইল করতে পারেন বিকাশ রেফারেন্স নম্বর সহ পিডিএফ ফাইলে।
আবেদন ফি: ১,০০০/- টাকা+ ট্রান্সফার চার্জ ২০ টাকা +৮৮০১৭৮১৪৫৩৭০৪ এই নাম্বারে
প্রয়োজনীয় নথি: ৩ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, সার্টিফিকেটের কপি এবং মার্ক-শীট
পূর্ববর্তী সমস্ত পরীক্ষা ( স্নাতক বিভাগের চেয়ারপারসন দ্বারা সত্যায়িত)।
আবেদনের সময়সীমা: ১০ জুলাই ২০২৩ পর্যন্ত (সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত)
ভর্তি পরীক্ষা: ১৪ জুলাই, ২০২৩ শুক্রবার।
পরীক্ষার ফল প্রকাশ: ১৬ জুলাই,২০২৩
ভর্তির সময়কাল: ১৭ জুলাই ২০২৩ থেকে ২৭ জুলাই, ২০২৩ পর্যন্ত।
ওরিয়েন্টেশন: ৪ আগস্ট, ২০২৩