রাজশাহী কলেজ ছাত্রলীগের ইফতার বিতরণ
পবিত্র রমজান উপলক্ষে অসহায় গরীব দুস্থদের মাঝে ইফতার বিতরণ করেছে রাজশাহী কলেজ ছাত্রলীগ। বুধবার (৫ এপ্রিল) বিকেলে কলেজের প্রশাসনিক ভবনের মূল ফটকের সামনে দুই শতাধিক পথচারী, রিকশাচালক, অসহায় ও দুস্থদের মাঝে ইফতার ও পানি বিতরণ করেন সংগঠনের নেতাকর্মীরা।
ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বাংলাদেশ আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য ও রাজশাহী জেলা আওয়ামীলীগের সদস্য ডা: আনিকা ফারিহা জামান অর্ণা।
কলেজ ছাত্রলীগের এমন উদ্যোগ প্রশংসনীয় জানিয়ে ডা: অর্ণা জামান বলেন, প্রধানমন্ত্রী বলছেন যে নিজেদের মধ্যে ইফতার পার্টির আয়োজন না করে গরীব, অসহায়, ছিন্নমূল ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ করতে হবে। সেই নির্দেশনাকে সামনে রেখে আমরা নগরীর বিভিন্ন মোড়ে মোড়ে সুষম ইফতার বিতরণ করছি। আজ রাজশাহী কলেজের আয়োজনে ইফতার বিতরণ করা হচ্ছে এটি অত্যন্ত ভালো উদ্যোগ। ভবিষ্যতে তারা এই ধারা অব্যাহত রাখবে বলে আমরা বিশ্বাস করি।
কলেজ ছাত্রলীগ সভাপতি রাশিক দত্ত বলেন, পবিত্র রমজান মাসে অসহায় দুস্থ মানুষদের যেন ইফতারের কষ্ট না হয় সে জন্য আমি ইফতার বিতরণ করেছি। এসব মানুষের হাতে ইফতার তুলে দিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। তিনি সমাজের বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ জানান।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি নূর মোহাম্মদ সিয়াম, সাধারণ সম্পাদক ডাঃ সিরাজুম মুবিন সবুজ, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান, কলেজ ছাত্রলীগের সম্পাদক আশরাফুল ইসলাম জাফর, রাজপাড়া থানা ছাত্রলীগের সভাপতি নাবিলসহ মহানগর ও স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীরা।