০৩ এপ্রিল ২০২৩, ১৪:০১

এক বছরেও নেই চিকিৎসা সুবিধা, আছে শুধু হুইল চেয়ার!

ছাত্রীদের এক বছরেও মেডিকেল সুবিধা দিতে পারেনি জবি  © সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলে শিক্ষার্থী উঠার এক বছর পেরিয়ে গেলেও এখনো কোনও মেডিকেল সুবিধার ব্যবস্থা করেনি প্রশাসন। ১৬ তলাবিশিষ্ট এ হলে মেডিকেল সরঞ্জাম বলতে রয়েছে একটি হুইল চেয়ার। শিক্ষার্থীদের অভিযোগ, হঠাৎ করে কেউ অসুস্থ হলে প্রাথমিক চিকিৎসা নেওয়া ব্যবস্থা না থাকায় বিড়ম্বনায় পড়তে হয় তাদের। 

জানা যায়, ২০২০ সালের ২০ অক্টোবর উদ্বোধন করা হয় বহুল প্রতীক্ষিত বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল এবং ২০২২ সালের ১৭ মার্চ এক হাজার ২০০ শিক্ষার্থীকে সিট বরাদ্দ দিয়ে হলে তোলা হয় ছাত্রীদের। এরপর প্রায় এক বছর পেরিয়ে গেলেও হলটিতে খোলা হয়নি মেডিকেল সেন্টার।

এর ফলে শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের প্রতি নির্ভরশীল থাকতে হয়। কিন্তু দাপ্তরিক সময় ছাড়া অন্যান্য সময়ে বিশ্ববিদ্যালয়ের সাথে বন্ধ থাকে মেডিকেল সেন্টার।

হলের শিক্ষার্থী জানায়, আমাদের একমাত্র হলে তেমন কোনো সুবিধা নেই। শুধু থাকা যায় আর খাবারের কথা নাইবা বললাম। অসুস্থ হলে যে প্রাথমিক চিকিৎসা সুবিধা দেবে সেটারও কোনো ব্যবস্থা নেই।

নাম প্রকাশে অনিচ্ছুক হলের আবাসিক এক ছাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রাথমিক চিকিৎসার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র তো থাকবে। কিন্তু এই হলে আমরা কোনো সুবিধাই পাচ্ছি না। কর্তৃপক্ষের আছে অনুরোধ করব যত দ্রুত সম্ভব আমাদের জন্য যেন একটি মেডিকেল সেন্টারের ব্যবস্থা করা হয়। 

সার্বিক বিষয়ে জানতে চাইলে বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক ড. দীপিকা রানী সরকার বলেন, ‘উপাচার্যের সঙ্গে এ বিষয়ে আমাদের কথা হয়েছে। আমরা ঈদের পরেই একটা রুম নিয়ে প্রাথমিক চিকিৎসার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনে দেব। আর হলে মেডিকেল সেন্টারের বিষয়ে আমি ভিসি স্যারের সঙ্গে কথা বলব।’