৩০ মার্চ ২০২৩, ১৭:০৩

ডিগ্রী ২য় বর্ষের ফরম পূরণের সময় বৃদ্ধি

জাতীয় বিশ্ববিদ্যালয়  © সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০২১ শিক্ষাবর্ষের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষে ফরম পূরণের সময়সীমা বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার (৩০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২১ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি করা হল। নির্ধারিত তারিখের পর ডাটা এন্ট্রি, নিশ্চয়ন, স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে বিধায় যথাসময়ে পরীক্ষার্থী ও কলেজকে ফরম পূরণ সম্পর্কিত সকল কাজ সম্পন্ন করতে হবে।

অনলাইনে ফরম পূরণের আবেদনের সময়সীমা: ২ এপ্রিল থেকে ১২ এপ্রিল ২০২৩ পর্যন্ত

শিক্ষার্থীর ডাটা নিশ্চয়ন করার (কলেজ কর্তৃক): ১৪ এপ্রিল ২০২৩ (রাত ১১:৫৯ পর্যন্ত)

সোনালী সেবার মাধ্যমে টাকা জমার তারিখ (কলেজ কর্তৃক): ১৬ এপ্রিল ২০২৩ পর্যন্ত

বিস্তারিত দেখুন এখানে