ক্যান্সারে আক্রান্ত হয়ে না ফেরার দেশে ঢাকা কলেজ শিক্ষার্থী ইউনুস
মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন ঢাকা কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ইউনুস খান। বুধবার (২৯ মার্চ) রাত নয়টার দিকে মহাখালীর জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
ইউনুস ঢাকা কলেজের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি খুলনা বিভাগের সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানায়। কলেজের দক্ষিণায়ন ছাত্রাবাসের ৫০৫ নম্বর কক্ষের এই আবাসিক শিক্ষার্থী এবার স্নাতক চতুর্থ বর্ষে পড়াশোনা করতেন।
তাঁর সহপাঠীরা জানান, গত দুই মাস আগে ইউনুস ক্যান্সার আক্রান্ত হন। এরপর মহাখালীর জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হলে ফেব্রুয়ারি মাসে প্রথম কেমোথেরাপি এবং গত ৪ মার্চ দ্বিতীয় কেমোথেরাপি দেওয়া হয়। চিকিৎসায় তার শারীরিক অবস্থার মাঝে কিছুটা উন্নতি হলেও পরবর্তীতে আবারও ব্যাপক অবনতি হয়। সবশেষ বুধবার রাতে ইউনুস ইন্তেকাল করেন।
ইউনুসের মৃত্যুসংবাদে শোকের ছায়া নেমে আসে তার দীর্ঘদিনের আবাসিক ছাত্রাবাসে। তার মৃত্যুর সংবাদে শোক প্রকাশ করেন পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও শিক্ষক পরিষদের কোষাধ্যক্ষ মোঃ ওবায়দুল করিম।
তিনি বলেন, ইউনুস অত্যন্ত শান্ত স্বভাবের শিক্ষার্থী ছিলেন। তার অকাল মৃত্যুতে আমরা পদার্থ বিজ্ঞান বিভাগ গভীরভাবে শোকাহত। তার আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
শোক প্রকাশ করেন দক্ষিণায়ন ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক এবং বাংলা বিভাগের সহকারী অধ্যাপক কাজী মোঃ জাহাঙ্গীর আলম। তিনি বলেন, আমার ছাত্রাবাসের একজন শিক্ষার্থী মারা গিয়েছেন এমন খবর শুনে অত্যন্ত ব্যথিত ও মর্মাহত হয়েছি। পুরো দক্ষিণায়ন পরিবার আমরা গভীরভাবে শোকাহত। দীর্ঘদিন ধরেই ছেলেটি অসুস্থ ছিলো। আমরা তার আত্মার সর্বোচ্চ মাগফেরাত কামনা করছি।