ঢাকা কলেজের অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাক

ঢাকা কলেজ
ঢাকা কলেজ  © ফাইল ছবি

হ্যাকিং-এর শিকার হয়েছে ঢাকা কলেজের অফিসিয়াল ফেসবুক পেজ। মঙ্গলবার (২৮ মার্চ) বিকেল সাড়ে তিনটার দিকে বিষয়টি সবার দৃষ্টিগোচর হয় কলেজ প্রশাসনের। ধারণা করা হচ্ছে ভিয়েতনামের কোন হ্যাকার পেজের নিয়ন্ত্রণে নিয়েছে। কলেজ প্রশাসন জানিয়েছে, পেজটি উদ্ধারে ইতিমধ্যে কাজ শুরু হয়েছে।

ঢাকা কলেজের শিক্ষক পরিষদ সম্পাদক ড. মো. আব্দুল কুদ্দুস সিকদার বলেন, এই পেজটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা প্রতিষ্ঠানের অনেক গুরুত্বপূর্ণ নথিপত্র এখানে রয়েছে। কোনভাবেই যেন এটি বেহাত না হয়, সেদিকে খেয়াল রেখেই কাজ করা হচ্ছে।

তিনি বলেন, আমাদের আইসিটি বিভাগের অফিসিয়াল টিম রয়েছে, যারা বিষয়টি সমাধানের জন্য ইতিমধ্যে কাজ শুরু করেছেন। আশা করছি, দ্রুত পেজটির নিয়ন্ত্রণ আমরা ফিরে পাবো।

হ্যাকিং-এর শিকারের পর ঢাকা কলেজের পেজটি ঘুরে দেখা গেছে,  প্রথমমে প্রোফাইলের ছবি, কভারের ছবি, ইমেইল এবং কলেজের ঠিকানা বদলে দেওয়া হয়েছে। পেজে দেওয়া dhakacollegeprincipal@gmail.com ই-মেইল পরিবর্তন করে হ্যাকারদের নিজস্ব ই-মেইল ঠিকানা যুক্ত করা হয়েছে।


সর্বশেষ সংবাদ