বিইউপিতে গণহত্যা দিবস পালিত
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালন করা হয়েছে। গত শনিবার (২৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের বিজয় অডিটোরিয়ামে বিইউপি লিটারেচার অ্যান্ড ড্রামা ক্লাব এর তত্ত্বাবধানে ২৫ মার্চ গণহত্যার স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসটির তাৎপর্য আগামী প্রজন্মের কাছে যথাযথভাবে তুলে ধরার উদ্দেশ্যে দিবসটি পালন করা হয়।
আলোচনা সভায় ২৫ মার্চ কাল রাত্রিতে পাকিস্তানী হানাদার বাহিনীর বর্বরোচিত হামলা ও নৃশংস ঘটনার উপর স্মৃতিচারণ করেন বিইউপি বঙ্গবন্ধু শেখ মুজিব চেয়ার এর অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিইউপি উপাচার্য মেজর জেনারেল মোঃ মাহবুব-উল আলম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল, পিএইচডি।
এছাড়া অনুষ্ঠানে বিইউপির উপ-উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার মোকাদ্দেম হোসেনসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা, কর্মচারী, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন। এছাড়া এই আলোচনা সভায় অনলাইনে যুক্ত ছিলেন বিপুল সংখ্যক শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ।