নানা আয়োজনে জবিতে চৈত্র পার্বণ উদযাপন

  © টিডিসি ফটো

‘চৈত্রের আহবান, গাই শেকড়ের গান’ প্রতিপাদ্যকে সামনে রেখে ‘উদীচী শিল্পীগোষ্ঠী জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংসদ’-এর আয়োজনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ‘চৈত্র পার্বণ’। 

বুধবার (২২ মার্চ)  জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শান্ত চত্তরে এ উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ঢোলের তালে তালে গ্রাম বাংলার প্রাচীন উৎসব ‘লাঠি খেলা’ প্রদর্শন করেন শিল্পীরা। 

এসময় চৈত্র পার্বণ উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক। এসময় তিনি বর্তমান সময়ের সাংস্কৃতিক আগ্রাসন রক্ষায় ‘চৈত্র পার্বণ’ এর মত নানাবিধ সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করতে উদ্ভুদ্ধ করেন শিক্ষার্থীদের। 

আরও পড়ুন: বিয়ের দাবিতে ছাত্রলীগ নেতাকে জনসম্মুখে গণধোলাই দিলেন প্রেমিকা

উপাচার্য বলেন, রাজনৈতিক অশুভ শক্তিকে রুখতে সাংস্কৃতিক চর্চা বাড়াতে হবে। সেই সাথে গ্রামীন সংস্কৃতির নাচ-গান ও অন্যান্য অনুষঙ্গের চর্চা বাড়াতে হবে। 

অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি ফতেহ আলী খান আকাশের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. এস. এম আনোয়ারা বেগম। এছাড়া  সংগঠনের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ হাফিজুল ইসলামসহ অন্যান্য শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে উদীচী সংসদের নানাবিধ পরিবেশনার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল অন্যান্য সংগঠন অংশগ্রহণ করে। চৈত্র পার্বণের এ উৎসবে গোধূলি লগ্ন থেকে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ব্যান্ডদল রঙ-চা, ট্রাভেলার্স, স্বপ্নবাজি ও মনের মানুষের ব্রান্ডসমূহ সঙ্গীত পরিবেশনা করেন। অনুষ্ঠানে অতিথী শিল্পী হিসেবে সংগীত পরিবেশন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী পাগল সুজন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফকির সাহেব। এছাড়াও সংগীত পরিবেশন করেন লোকসংগীতশিল্পী কুয়াশা মূর্খ।


সর্বশেষ সংবাদ