শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসির অনুরোধে এবারও গুচ্ছে থাকছে জবি-ইবি
শিক্ষক সমিতির বিরোধীতা সত্ত্বেও এবারও গুচ্ছ ভর্তি পরীক্ষায় থাকছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ও ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) অনুরোধে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ভিসিরা এ বিষয়ে একমত হয়েছেন।
আজ সোমবার দুপুরে ইউজিসির কনফারেন্স রুমে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিসিদের সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠকে বসেছেন ইউজিসির নীতিনির্ধারকরা। সেখানে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় ইউজিসি চেয়ারম্যান ও সদস্যরা উপস্থিত রয়েছেন।
সভায় উপস্থিত একজন জানান, যেহেতু শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসি গুচ্ছে থাকার বিষয়ে নির্দেশনা দিয়েছেন সেহেতু এবারের মতো থাকতে হবে। তাই এবারও গুচ্ছে ইবি ও জবি থাকছে।
আসন্ন ২০২২-২৩ শিক্ষাবর্ষে ২২ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষায় না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষক সমিতি। সমিতির নেতারা বলছেন, আগে যেভাবে তাদের বিশ্ববিদ্যালয়ে নিজেদের উদ্যোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, এবার থেকে সেভাবে পরীক্ষা নিতে হবে।
এ অবস্থায় গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিসিদের সঙ্গে রুদ্ধদ্বার আজ এক বৈঠকে বসলো বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) নীতিনির্ধারকরা।