নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘জলের গান’ আসছে কাল
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) বঙ্গবন্ধু হলের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে ক্যাম্পাসে গান পরিবেশনা করবে জনপ্রিয় ব্যান্ড দল ‘জলের গান’। রবিবার (১৯ মার্চ) বঙ্গবন্ধু হল প্রাধ্যক্ষ মাসুম হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন।
বঙ্গবন্ধু হলের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল ২০ মার্চ (সোমবার) রাতে বঙ্গবন্ধু ভাস্কর্যে সংগীত পরিবেশন করার কথা রয়েছে তাদের। তবে বৃষ্টি বা আবহাওয়া-জনিত কোন কারণে অনুষ্ঠানে বিঘ্ন ঘটলে ‘গাহি সাম্যের গান’ মঞ্চে স্থানান্তরিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠানটি।
এ নিয়ে বঙ্গবন্ধু হলের প্রাধ্যক্ষ মাসুম হাওলাদার জানান, প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হলের আবাসিক শিক্ষার্থীদের নিয়ে বিকেলে র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এরপর সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান মাতাবে জলের গান ব্যান্ড।
হলের আবাসিক শিক্ষক এবং সাংস্কৃতিক উপকমিটির সদস্য সচিব তারিফুল ইসলাম বলেন, হলটির প্রতিষ্ঠালগ্ন থেকেই আমরা দায়িত্ব পেয়ে নিজ হাতে গড়ে তুলেছি। বঙ্গবন্ধু হলের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী স্মরণীয় করে রাখতে একটি স্মরণিকাও প্রকাশিত হবে।
তিনি বলেন, সাংস্কৃতিক অনুষ্ঠানে জলের গানের পাশাপাশি পারফর্ম করবে কোক স্টুডিও তারকা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কানিজ খন্দকার মিতুসহ অন্যান্য শিল্পীরা।