১৫ মার্চ ২০২৩, ০৯:১০

স্কিল বেসড পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা প্রোগ্রামে লিখিত পরীক্ষা ১৮ মার্চ

জাতীয় বিশ্ববিদ্যালয়  © সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনস্থ কলেজসমূহে ২০২০-২০২৪ শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্কিল বেসড পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা (পিজিডি) প্রোগামের লিখিত পরীক্ষা আগামী ১৮ মার্চ ২০২৩ তারিখে অনুষ্ঠিত হবে।

১৫ মার্চ (বুধবার) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ডিন প্রফেসর ড. মোহাম্মদ বিন কাশেম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০১৪ শিক্ষাবর্ষে এক বছর (দুই সেমিষ্টার) মেয়াদী পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা (পিজিডি) ইন আইসিটি ল্যাঙ্গুয়েজ (ইংরেজি, আরবী), অন্টাপ্রেনারশিপ (শিল্পোদ্যোগ), ডিজিটাল মার্কেটিং, আইসিটি ইন এ্যাকাউন্টিং এন্ড বিজনেস ও সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট প্রোগ্রামে ভর্তির জন্য লিখিত পরীক্ষা আগামী ১৮ মার্চ ২০২৩ (শনিবার) তারিখে অনুষ্ঠিত হবে।

পরীক্ষার স্থান: সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত ৮ম তলা, ইসলাম টাওয়ার, ১০২, শুক্রাবাদ, ঢাকা (মেট্রো শপিংমলের উল্টোপাশে, পুরাতন ড্যাফোডিল ইউনিভার্সিটি ক্যাম্পাস বিল্ডিং)

আবেদনকারী শিক্ষার্থীদের নির্ধারিত তারিখে পরীক্ষা কেন্দ্রে সকাল ১০ টার মধ্যে আবেদন ফরমসহ উপস্থিত থাকতে হবে। পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে প্রার্থীদের কোন টিএ/ডিএ প্রদান করা হবে না।