বঙ্গবন্ধুর ১০৩তম জন্মবার্ষিকী উদযাপনে ইবিতে দিনব্যাপী আয়োজন
আগামী ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৩ উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচী গ্রহন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)।
মঙ্গলবার (১৪ মার্চ) বিশ্ববিদ্যালয় প্রশাসন এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কর্মসূচীর মধ্যে থাকবে সকালে ইবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের ছাত্র-ছাত্রীদের মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, প্রশাসন ভবন চত্বরে আনন্দের প্রতীক বেলুন উড়ানো, বর্ণাঢ্য আনন্দ র্যালি, ‘মৃত্যুঞ্জয়ী মুজিব মুর্যালে’ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, কেক কাটা, চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ। এছাড়াও বঙ্গবন্ধুর আত্মার শান্তি ও মাগফিরাত কামনায় বাদ জুম্মা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ ও হল মসজিদসমূহে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।
এদিকে, জাতীয় শিশু দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে উপর্যুক্ত কর্মসূচিতে স্বাস্থ্যবিধি মেনে অংশগ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক, কর্মকর্তা,কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।