শিক্ষা সফরে গিয়ে মারধরের শিকার তিতুমীরের শিক্ষার্থীরা, ছাত্রীসহ আহত ২০
নারায়ণগঞ্জে শিক্ষা সফরে গিয়ে স্থানীয়দের মারধরের শিকার হয়েছেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। হামলায় প্রায় ২০ জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে।
শনিবার (১১ মার্চ) বিকাল ৫টার দিকে সোনারগাঁও জাদুঘরের সামনে এ ঘটনা ঘটে।
তিতুমীরের ইশহাক নামের এক শিক্ষার্থী দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, বিকেলে সোনারগাঁও জাদুঘর থেকে বের হওয়ার সময় স্থানীয় যুবকরা আমাদের সাথে থাকা নারী শিক্ষার্থীদের উত্ত্যক্ত করে। এ সময় আমরা তাদের বাধা দেই। এ নিয়ে ওই যুবকদের সাথে আমাদের বাক-বিতণ্ডা হয়। এক পর্যায়ে তারা আমাদের মারধর শুরু করেন।
তিনি আরও বলেন, হামলাকারীরা আমাদের নারী ছাত্রীদের গায়েও হাত তুলেছে। হামলায় আমরা প্রায় ২০ জন আহত হয়েছি। পরে স্থানীয়দের সহায়তায় বিভিন্ন হাসপতালে চিকিৎসা নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়া হই। আমরা এই ঘটনার বিচার চাই।
এ বিষয়ে সোনারগাঁও থানার ওসি মো: রহমান বলেন, সোনারগাঁও জাদুঘর থেকে যাওয়ার সময় বাসে ইট-পাটকেল নিক্ষেপ করেছে স্থানীয়রা বলে আমাদের লিখিত অভিযোগ করেছে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। এ ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।