ইবিতে নাটোর জেলা ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে জিহাদ-রাজু
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নাটোর জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি গঠিত হয়েছে। নবগঠিত কমিটিতে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মু জিহাদ হাসান সভাপতি এবং বাংলা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আতাউর রহমান রাজুকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) সংগঠনটির উপদেষ্টা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. রুহুল কে এম সালেহ ও ড. শাহাবুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তিন সদস্যের এ কমিটিতে সমাজকল্যাণ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ সাদিককে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে জানিয়েছেন নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।
নব নির্বাচিত সাধারণ সম্পাদক আতাউর রহমান রাজু জানিয়েছেন, তিনি সকলকে সাথে নিয়ে নাটোর জেলা ছাত্র কল্যাণ সমিতিকে নাটোরের সকল ছাত্র ছাত্রীর জন্য একটা আস্থা এবং নির্ভরতার সংগঠন হিসেবে গড়ে তুলতে চান।
প্রসঙ্গত, ইসলামী বিশ্ববিদ্যালয়ের নাটোর জেলা ছাত্রকল্যাণ সমিতি নাটোর থেকে আগত ইবিতে পড়ুয়া শিক্ষার্থীদের কল্যাণে কাজ করছে। নাটোর জেলা থেকে আসা ভর্তিচ্ছুদের থাকার ব্যবস্থা করার পাশাপাশি পরীক্ষার্থীদের সার্বক্ষণিক সাহায্য সহযোগিতা করে থাকে সংগঠনটি।