জরিমানা ছাড়া খুবির প্রথম বর্ষের কোর্স রেজিস্ট্রেশন শেষ আজ
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের সদ্য ভর্তি হওয়ায় শিক্ষার্থীদের কোর্স রেজিস্ট্রেশনের তারিখ ঘোষণা করা হয়েছে। জরিমানা ছাড়া আজ বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে। তবে জরিমান দিয়ে পরে এ সুযোগ পাবেন শিক্ষার্থীরা।
এ সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খুলনা বিশ্ববিদ্যালয়ের স্নাতক/স্নাতক (সম্মান) শ্রেণির ২০২১-২২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ, টার্ম-১ এর সব শিক্ষার্থীর জন্য বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) পর্যন্ত জরিমানা ছাড়া কোর্স রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য সময় নির্ধারণ করা হয়েছে।
তবে ১২ থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত জরিমানাসহ বিলম্বে কোর্স রেজিস্ট্রেশন সম্পন্ন করা যাবে। কোর্স রেজিস্ট্রশন লিংক: https://kuutility.com/ ।
এর আগে ১১তম মেধাতালিকায় চূড়ান্ত ভর্তি কার্যক্রমের পর কাগজপত্র জমাদানের সময় শেষ হয়েছে গত সোমবার (৬ ফেব্রুয়ারি)। গত ২ ফেব্রুয়ারি শূন্য আসনের বিপরীতে ভর্তিচ্ছুদের চূড়ান্ত ভর্তি নেওয়া হয়। এদিন অপেক্ষমান তালিকা থেকেও ভর্তি নেওয়া হয়েছে।